দেবাশীষ রানা: দাসপুর থানার চাইপাটে গোপিগঞ্জ -পাঁশকুড়া যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে। আজ ৫ জানুয়ারি বেলা ১১ টা নাগাদ চাইপাট ফরিদপুরের কাছে বাসের সামনের চাকা ফেটে গিয়ে সরাসরি রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে বাসটি। কোনোরকমে অর্ধপাল্টি অবস্থায় আটকে যায় বাস। বাসের যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেও অল্প বিস্তর আহত হয় অনেকেই।