এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় কেঠিয়া পারাপারের সেতু নেই, ক্ষোভ বাসিন্দাদের

Published on: August 31, 2019 । 4:47 PM

অসীম বেরা: সেতুর দাবিতে ক্ষোভ বাড়ছে চন্দ্রকোণা থানা এলাকার বাসিন্দাদের। চন্দ্রকোণা-১ ব্লকের জাড়া ও

 

কালাকড়ি এলাকার কেঠিয়া নদীর ওপর একটি কংক্রিটের সেতুর দাবি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের। প্রতিদিন অসংখ্য স্কুল পড়ুয়া সহ হাজার হাজার মানুষকে কেঠিয়া নদীর জল পেরিয়ে চন্দ্রকোণার-১ এবং চন্দ্রকোণা-২ ব্লকের মধ্যে যোগাযোগ রাখতে বাধ্য হতে হয়। প্রশাসনের উদ্যো গে কাঠের বা বাঁশের সাঁকো তৈরিরও উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষার সময়তেও সরকারি নৌকা থাকে না। প্রশাসন বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। বিধায়ক এলাকা পরিদর্শনও করে গিয়েছেন তারও কোনও ফল পাওয়া যায়নি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad