এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জরাজীর্ণ কাঠের সেতু,দাসপুরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

Published on: October 29, 2021 । 9:42 AM

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল:  জরাজীর্ণ কাঠের সেতু, তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগের মধ্যে চলছে দৈনন্দিন চলাচল। দাসপুর-১ ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা ও কাঁটাদরজা গ্রামের মধ্যবর্তী শিলাবতী নদীর উপর নির্মিত কাঠের সেতুটির বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনও মুহূর্তে বড় সড় দুর্ঘটনার শিকার হতে পারেন যাত্রীরা। কাঠের পুলটির মাঝের অংশ ভেঙে বসে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে বাতিকাঠের ঠেক কাঠগুলিও। পাশের ঘেরা কাঠগুলি ভেঙে গিয়েছে অনেকদিন আগেই। কার্যত যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে পুলটি। বর্তমানে পথচলতি মানুষেরা একেবারে প্রাণের বাজি রেখে যাতায়াত করেন এখানে। স্থানীয়রা জানাচ্ছেন,সেতুটির বর্তমান অবস্থা খুবই খারাপ। এটা ভেঙে গেলে নদীর দুই পারের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়বেন। সেতুর বর্তমান অবস্থার কথা প্রশাসনের নজরে এলেও এখনও সংস্কারের কোনও উদ্যো্গ না নেওয়ায় চরম উদ্বেগে রয়েছেন এলাকার মানুষ। সকলেই চাইছেন দ্রুত মেরামতের ব্যবস্থা করুক সংশ্লিষ্ট কতৃপক্ষ।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।