প্রশান্ত দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার,ভরা নদীতে নৌকা ডুবির ঘটনা আকচার। পাশাপাশি প্রতিবারে পারাপারে দিতে হয় টাকাও। তবুও গ্রামের মানুষগুলোকে শিক্ষা থেকে স্বাস্থ্য সব পরিষেবা পেতে প্রাণ বাজি রেখে পার হতে হয় কাঁসাই। দাসপুর-১ ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামাটবেড়িয়া গ্রাম। গ্রামের মাঝে বইছে কাঁসাই। ওপারে গঙ্গাপ্রসাদ, মহেশপুর ও আরও ৮-১০টা গ্রামের মানুষের যাতায়াতের ভরসা এই সামাটবেড়িয়ার ঘাটে নৌকা। ফি বছর নদীতে অত্যধিক জল স্তর বৃদ্ধি পেলে ব্যাহত হয় গ্রাম গুলিরে সাথে যোগাযোগ। স্কুলের ছাত্রছাত্রীরা পারাপের সময় নৌকাডুবি হয়ে বিপদের সম্মুখীন হয়েছে অনেকবার। গ্রামগুলির বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কাছে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীদের এখন একটাই দাবি,কংসাবতী নদীর উপর দিয়ে পারাপারের জন্য স্থায়ীভাবে কাঠ বা কংক্রিটের সেতু নির্মাণ করা হোক এখানে। তবে দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সদস্য কানাই লাল পাল জানান, সামাটবেড়িয়ার এই ঝুঁকিপূর্ণ পারাপারের পরিবর্তে নৌকা ছেড়ে কাঠের বা কংক্রিটের সেতুর ব্যবস্থা যাতে করা যায় তার চেষ্টা তিনি করবেন।