শুভ চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুধুমাত্র রক্তদান শিবিরে নয়,ইচ্ছা হলেএবার থেকে সপ্তাহের যেকোনোও দিন যেকোনোও সময় চাইলেই রক্তদান পারবেন রক্তদাতারা। ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এমনই এক অভিনব উদ্যোগ নিল ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবার নিজের জন্মদিনে ব্যক্তিগতভাবে এগিয়ে এসে ঘাটাল ব্লাডব্যাংকে পৌঁছে রক্ত দিয়ে এই উদ্যোগে শামিল হলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। একইভাবে এই উদ্যোগে সাড়া দিয়ে সুদূর বহরমপুর থেকে এসে রক্তদান করলেন শংকর পাল নামে এক স্বেচ্ছাসেবী। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান রক্তদান করে মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য। এবার থেকে যেকোনো দিন চাইলেই রক্তদান করতে পারবেন আজ আমার জন্মদিন ছিল, আজকের দিনে রক্তদানের মতো একটি ভালো কাজে নিজেকে সামিল করতে পেরে আনন্দিত লাগছে।ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তনুপ ঘোষ বলেন ঘাটাল এলাকায় প্রায় ২০০ টির মত শিশু থ্যালাসিমিয়া তে আক্রান্ত রয়েছে যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন এমনকি প্রসূতি মায়ের প্রসবের সময় হোক জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয় হলে রক্তের চাহিদা প্রতিনিয়তই বেড়ে চলেছে। কেউ রক্ত দিতে চাইলে শুধুমাত্র রক্তদান শিবির এর জন্য অপেক্ষা করতে হবে না। এবার থেকে তারা চাইলেই তাদের সুবিধামত যেকোনো দিন, যেকোনো সময় এসে রক্তদান করতেই পারেন। সমগ্র ব্যবস্থাপনার অন্যতম সক্রিয় সদস্য আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায় বলেন ঘাটাল রেডক্রস সারাবছরই বিভিন্ন সময়ে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে।তবে অনেক সময় দেখা যায় ইচ্ছা থাকলেও সময় ও সুযোগের অভাবে অনেকেই রক্তদান শিবিরে পৌঁছতে পারেন না এবার থেকে আমাদের সদস্যদের আমরা উদ্বুদ্ধ করব শুধুমাত্র শিবিরের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সময় মত এসে রক্তদান করতে।
Home এই মুহূর্তে ব্রেকিং এবার থেকে যেকোনো দিন চাইলেই করতে পারবেন রক্তদান, জন্মদিনে রক্তদান করে সামিল...