তীব্র রক্ত সংকট: রক্তদান করলেন চন্দ্রকোনা থানার পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা

অভীক ঘোষ: করোনা আতঙ্কের মাঝে ব্লাড ব্যাঙ্ক গুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট, আর সেই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন পুলিশকর্মীরা । আজ ১৭ মে চন্দ্রকোনা থানার উদ্যোগে থানা চত্তরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর এই রক্তদান শিবিরে চন্দ্রকোনা থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার সহ ৬০ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর রায় চৌধুরী ও চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবি স্বর্ণকার।ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।