ইন্দ্রজিৎ মিশ্র ও স্বরূপ চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: মার্চ-মে মাসের তীব্র গরমে রক্তদান শিবির বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কম হওয়ার কারণে রক্তের সংকট দেখা দেয়। রক্তের চাহিদা ও যোগানের ঘাটতির জন্য ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে । আজ ২৭ মার্চ রবিবার আবারো একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়াদের উদ্যোগে। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া , দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ বাড়ি, ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মাইতি, সরবেড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক সহ একাধিক অতিথিবর্গ। অগ্নিশ্বরবাবু বলেন, ঘাটাল মহকুমার এই প্রথম ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সদের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন হল। এই রক্তদান শিবির এক অন্য মাত্রায় পৌঁছে দিলো পুলিশ প্রশাসনকে, আমি চাইবো এদের দেখে দাসপুর সহ মহাকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স এগিয়ে আসুক এই রক্তদান শিবির আয়োজনে। এছাড়াও এসডিপিও বলেন, বিগত কয়েকদিনের মধ্যেই আমরা দাসপুর ও চন্দ্রকোণা থানার দুজন শিশুকে পথ দুর্ঘটনায় হারিয়েছি। তাই পুলিশ প্রশাসনসহ সমস্ত এলাকার মানুষকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রোগ্রাম আরও বেশী করে করতে হবে, সমস্ত মানুষকে সচেতন করতে হবে পথে কীভাবে চলতে হবে। সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা বলেন আজ এই রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৫৫ জন রক্তদান করেন। তাঁরা বলেন, আমরা আমাদের সাধ্যমত বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, এবং এলাকার কোনও অসুস্থ ব্যক্তি যেকোনও প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব তাদেরকে ।
Home এই মুহূর্তে মহকুমায় প্রথম: দাসপুর থানার সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের...