শ্রীকান্ত ভুইঁঞা ও সঙ্গীতা ঘোড়ই: মহামারী করোনার প্রভাবে রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে দেখা দিচ্ছে রক্তের সঙ্কট, আর সেই রক্তের সঙ্কট পূরণের লক্ষ্যে আজ ৯ আগস্ট রবিবার দাসপুর-১ ও দাসপুর-২ ব্লকের দুটি সংস্থার উদ্যোগে আয়োজিত হয় স্বেছায় রক্তদান শিবির। দাসপুর-১ ব্লকের ‘বাসুদেবপুর সংহতি মঞ্চ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে রক্তের অভাব, সেজন্যই তাদের এই পরিকল্পনা। প্রশাসনের অনুমতি নিয়ে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সব নিয়ম বিধি মেনেই সব কাজ সম্পন্ন করা হয়েছে। সবাই মাস্ক পড়ে ছিলেন, স্যানিটাইজিঙের যথাযথ ব্যবস্থা ছিল। সংঘের পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে মাস্ক, স্যানিটাইজার, ছোট চারা গাছ ও ছাতা দেওয়া হয়। ওই শিবিরে মোট ৫০ জন রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রামপঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান কাজল সামন্ত প্রমুখ।
অন্যদিকে দাসপুর-২ ব্লকের অন্তর্গত খুকুড়দহ জগন্নাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সমবায় কক্ষে। ওই সমবায় সমিতির সম্পাদক অশোক ভুঁইয়া বলেন, আমাদের আয়োজিত এই শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৮২ জন রক্তদান করেছেন। দাসপুর-২ বিডিও অনির্বান সাহু এবং খুকুড়দহ পঞ্চায়েত প্রধান তপতী মণ্ডল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে এইভাবেই নানান সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে ঘাটাল ও দাসপুর এলাকার বিভিন্ন অরাজনৈতিক ক্লাবগুলি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।