মোনালিসা বেরা: মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির ও অ্যান্টিজেন পরীক্ষা করার ব্যবস্থা করা হল। ২৮ সেপ্টেম্বর মোহনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়েই এই শিবিরের আয়োজন করা হয়। ওই গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান সফিকুল রেহমান বলেন, এই রক্তদান শিবিরে ১৫ জন মহিলা সহ ৫০ জন রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হতে দুটি করে ফলের চারাগাছ, ব্যাগ, স্যানিটাইজার ও করোনা বিধির নানান সামগ্রী তুলে দেওয়া হয়। আমাদের পঞ্চায়েতের উদ্যোগে এটিই প্রথম রক্তদান শিবির।
ওই গ্রামপঞ্চায়েত সদস্য সোমেশ চক্রবর্তী বলেন, এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাজি, পূর্ত কর্মাধ্যক্ষ মন্টু বাইরী, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল প্রমুখ।