সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: রক্তদান শিবিরে নজির ঘাটালের দাসপুরে। জনসংখ্যা [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বৃদ্ধির সাথে বেড়েই চলেছে রক্তের চাহিদা। তার ওপর এই গরমে প্রতি বছর রক্তের সঙ্কটে ভোগে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলি। দাসপুর ১ ব্লকের সামাট গ্রামের বাসিন্দা রাকেশ সামন্তের পরিবারের মতে, এক ফোঁটা রক্তই ফিরিয়ে দিতেপারে বহু প্রাণ। আর বর্তমান যুগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির সবচাইতে বড় পুণ্যের কাজ।
আজ ১ মার্চ বুধবার নিজের ছেলে আদ্রিকের অন্নপ্রাশনে তার মঙ্গলকামনায় সামাটের ওই সামন্ত পরিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন। পরিবারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাতে এবং আদ্রিককে আশীর্বাদ করতে ঘাটালের মহকুমা শাসক নিজে এলেন সামন্ত পরিবারে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আজকের এই সামাটের সামন্ত পরিবারে সন্তানের অন্নপ্রাশনে স্বেচ্ছায় রক্তদান শিবির এক নজির। আজ মোট ৮৮ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এভাবেই মানুষ বিবাহ, জন্মদিন, অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন তাহলে দ্রুত এই রক্তের সঙ্কট মিটবে। সামাট গ্রামের সামাট প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে বিকাশ প্রামাণিক জানান, তাঁদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি চায়না সামন্ত তাঁরই নাতি এই আদ্রিক। আদ্রিকের অন্নপ্রাশনে সত্যিই এই স্বেচ্ছায় রক্তদান শিবির এক অভিনবত্ব। অন্যদিকে চায়নাদেবী জানান, ছেলে রাকেশ ও বৌমা অনিতার ইচ্ছে ছিলে আদ্রিকের অন্নপ্রাশানে কিছু সমাজ সেবামূলক কাজ তাঁরা করবেন। ঘাটালের মহকুমাশাসক সম্প্রতি ঘাটালবাসীকে রক্তদান শিবিরে এগিয়ে আসার ডাক দিয়েছেন। অনেকেই পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সেই থেকে ছেলে রাকেশ ও স্বামী পঞ্চানন সামন্তের ইচ্ছেতেই আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির। চায়নাদেবী আরও জানান, ১০০ জনের বেশি রক্তদাতা হাজির হলেও মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কের পক্ষে মোট ৮৮ জনের রক্ত সংগ্রহ সম্ভব হয়েছে।