কুণাল সিংহরায়: চন্দ্রকোণার আগর আবেশ স্মৃতি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও ফুটবল প্রতিযোগিতা হল। ২০১২ সালের মার্চে চন্দ্রকোণার আগর গ্রাম জনজোয়ারে ভেঙে পড়েছিল তাদের প্রিয় অশোককে চোখের জলে চিরবিদায় জানাতে।রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট জানিয়ে দাহ হয়েছিল সিআরপিএফ এর ১৫২ ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর অশোক কুমার হাজরার।মহারাষ্ট্রের গড়চিরোলে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরনে নিহত হন অশোক ও তাঁর প্রশিক্ষণে থাকা ১২ জন নবীশ জওয়ান। গুরুতর আহত হন আরও ৫২ জন জওয়ান। আগর আবেশ স্মৃতি ক্লাব আয়োজিত অশোক কুমার হাজরার স্মৃতিতে আজ এক রক্তদান শিবিরে ৭ জন মহিলাসহ মোট ৩৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংক।
অপরদিকে ২০১৫তে তড়িদাহত হয়ে নিহত ১০ বছরের আবেশের স্মৃতিতে একইদিনে আয়োজন করা হল ৮ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। বিজয়ী হয় ঘাটাল কলেজ একাদশ এবং বিজিত দল সন্ধিপুর ফিরে দেখা ক্লাব।