এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রোগীদের রক্তের চাহিদা মেটাতে ঘাটাল মহকুমায় তিন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হল

Published on: January 10, 2021 । 8:33 PM

নিজস্ব সংবাদদাতা: এই করোনা আবহে ক্রমশ প্রকট হচ্ছে রক্তের সঙ্কট। মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণের জন্য আজ ১০ জানুয়ারি ঘাটাল মহকুমার তিন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।  একটি দাসপুর-২ ব্লকের দুবরাজপুর তেমাথার মোড়ে। অন্যটি  ঘাটাল শহরের বলরাম লজে এবং চন্দ্রকোণা থানার মল্লেশ্বরপুরে।
দাসপুরের দুবরাজপুরে রক্তদান: আজ সিপিএমের যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আইয়ের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল দাসপুর-২ ব্লকের দুবরাজপুরের তেমাথা টোটো স্ট্যান্ডের সামনে। ওই সংগঠনের জেলা কমিটির সদস্য কৃষ্ণা কর্মকার বলেন, ওই রক্তদান শিবিরে ১১ জন মহিলা সহ মোট ৩২ জন রক্ত দান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন  সংগঠনের জেলা কমিটির সভাপতি রঞ্জিত পাল, লোকাল কমিটির সম্পাদক বিশ্বনাথ সাউ, সভাপতি তন্ময় দোলই প্রমুখ।
ঘাটালে রক্তদান: ঘাটাল মহকুমা যাদব কল্যাণ সমিতির উদ্যোগে ঘাটালের বলরাম লজে রক্তদান শিবিরে আজ মোট ৬১ জন রক্ত দান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পুরসভার পুরপ্রশাসক বিভাসচন্দ্র ঘোষ, সংগঠনের সভাপতি সুব্রত বাঙাল, যুগ্ম সম্পাদক আলোক পাইন ও অমিত ঘোষ, আজকের অনুষ্ঠানের কার্যকরী সম্পাদক সুনীল কুমার আলু, সহ সম্পাদক শুভঙ্কর ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয় বলে জানা গিয়েছে।
চন্দ্রকোনায় রক্তদান: চন্দ্রকোণার মল্লেশ্বরপুর সংগ্রাম সংঘ ক্লাবের উদ্যোগে চন্দ্রকোণা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মল্লেশ্বরপুর ফুটবল ময়দানে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রক্তদাতার সংখ্যা মোট ৫০ জন। এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন চন্দ্রকোণা-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ গৌতম প্রতিহার।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।