ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে রক্তদান

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:চন্দ্রকোণার গঙ্গাদাসপুরে রক্তদান শিবির করার মাধ্যমে রক্তের ঘাটতি পূরণে এগিয়ে এলো ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আজ ৭ জুন ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, গঙ্গাদাসপুর আমরা সবাই ক্লাবের সাথে যৌথ উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে। করোনার ভয়াল পরিস্থিতি তার সাথেই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণ করতে এই রক্তদান শিবির করা হয়। ক্লাবের সম্পাদক তনুপ ঘোষ জানিয়েছেন, আজকের রক্তদান শিবিরে চারজন মহিলা সহ মোট ২৯ জন রক্তদান করেছেন। করোনা বিধি মেনে চলার পাশাপাশি রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে চারাগাছ। আজকের এই শিবিরে চন্দ্রকোণা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ক্ষীরপাই টিওপির প্রশান্ত কীর্তনীয়া,ক্ষীরপাই উত্তমাশ্রমের অখিলানন্দ মহারাজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বলে জানান ক্লাবের সদস্য অরুণ ঘোষ। প্রসঙ্গত রক্তদান শিবির ছাড়াও বছরের বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ করে থাকে ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। তনুপবাবু বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমরা রক্তদান আন্দোলনের প্রসার ঘটাতে  বিভিন্ন কর্মসূচী গ্ৰহণ করে থাকি। কঠিন এই পরিস্থিতিতে আমরা নিজ উদ্যোগে ছ’টি রক্তদান শিবির করবো ঠিক করেছি। তারমধ্যে আজকের শিবিরটি আমাদের উদ্যোগের দ্বিতীয় শিবির। এর আগে ২৯ মে চন্দ্রকোণার জাড়াতে আমরা একটি শিবির করেছিলাম। শুধু রক্তদান কর্মসূচি নয় রক্তদাতাদের স্বীকৃতি প্রদান করা, বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করা, বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকি। এছাড়াও  আমরা সারা বছর ধরে  বিভিন্ন সংগঠনের মাধ্যমে ৪৫ থেকে ৫০ টি রক্তদান শিবির  সংগঠিত  করবেন বলে জানান। তাদের এই কাজে বেজায় খুশি এলাকাবাসী।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015