কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রাকৃতিক দুর্যোগে বাতিল হওয়া বিদ্যাসাগরের ২০২ তম জন্মবার্ষিকী উদযাপনের রক্তদান কর্মসূচিটি করা হল। আজ ২ অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী। একইসাথে স্মরণ করা হল দুই মহান মনিষীকে।
বিদ্যাসাগর ক্লাবের সম্পাদক অসীম মণ্ডল বলেন, আজকের এই রক্তদান শিবিরে ৬৯ জন মহিলাসহ ১০২ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড ব্যাঙ্ক। প্রায় ৫০ জন মহিলা-পুরুষ ফিরে যান রক্ত না দিতে পেরে। মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক ১০০ জন রক্তদাতার বেশি রক্ত সংগ্রহ করতে অপারগ হওয়ায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় শিবিরে।
তিনি আরও বলেন, ১৯৯৪ সালে আমরাই ঘাটাল মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় প্রথম রক্তদান শিবিরটির আয়োজন করেছিলাম বিপুল ভীতি উপেক্ষা করে। সেইবছর রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা ছিল মাত্র ৬০ জন। অনেক রক্তদাতার পরিবারের লোকজন আমাদেরকে গালমন্দ,অভিশাপ দিতে বাকি রাখেননি। আমাদের ক্লাবের ৪০ জন সেইবছর রক্ত দিলেও আমাদের কয়েকজনকে তারপরের দু’এক দিন বাড়ির বাইরে কাটাতে হয়েছিল। তখন এতটাই ভীতি গ্রাস করেছিল মানুষকে। তারপর থেকে আজকের ২৮ তম রক্তদান শিবিরে কোনদিন রক্তদাতার সংখ্যা একশো’র নীচে নামেনি। আমরা বারবার বলেছি রক্তদাতা কোনও মতেই এর নীচে নামবে না। কারণ মহিলারাই মূলত এই শিবিরে ব্যাপক সংখ্যায় রক্তদান করেন।
এ প্রসঙ্গে মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কের ডাক্তারবাবু জানান, তাঁরা ১০০ জনের রক্ত নেওয়ার প্রস্তুতি নিয়েই এসেছি। কিন্তু উৎসাহী বিফল রক্তদাতাদের ফিরে যেতে হওয়ায় তিনি দুঃখ প্রকাশও করেন।
বীরসিংহতে একই সঙ্গে নিবেদিত হল বিদ্যাসাগর ও গান্ধীজির জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য, রক্তদান শিবির আয়োজন করে





