ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের লাগাতার হানা: যা হল

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: অবৈধভাবে বালি বা মাটি কাটা, চুরি পাশাপাশি জলাশয় ভরাট থেকে বিরত থাকতে হবে।  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বারে বারে দাসপুর ১ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসে বলেছেন ঘাটাল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌমিত্র সামন্ত। এবার লাগাতার অভিযান শুরু ঘাটাল মহকুমা জুড়ে। দল মত না দেখেই অভিযোগ পেলেই দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা পৌঁছে যাচ্ছেন ঘটনাস্থলে। শুধু তাই নয় রাস্তা ঘাটে বালি বা মাটির গাড়ি দেখলেই যাচাই করে নেওয়া হচ্ছে আদৌও অনুমতি আছে কিনা। বৃহস্পতিবার দাসপুর জুড়ে অভিযান চালান ঘাটাল মহকুমা ভূমি ও ভুমি সংস্কার আধিকারিক সৌমিত্র সামন্ত সাথে ছিলেন দাসপুর ১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কৌশিক সামন্ত। রাজনগর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে হানা দিয়ে খতিয়ে দেখা হয় কাজের অনুমতি পত্র। অনেকক্ষেত্রে স্থগিত করে দেওয়া হয় জলাশয় ভরানোর মতো বে আইনি কাজ। এদিন ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার চন্ডীপুর এলাকায় অভিযান চালানোর সময় এক বালি বোঝাই ট্রাক্টরের ৯হাজার টাকা জরিমান করা হয়ে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সৌমিত্র সামন্ত জানান,বালিবোঝাই ওই গাড়ির নথি সংক্রান্ত সমস্যা ছিল। তিনি আরও জানান,এলাকাজুড়ে তাঁদের দপ্তর লাগাতার অভিযান চালাচ্ছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।