এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ১ জনকে ঘাটাল থেকে স্থানান্তরিত করা হচ্ছে

Published on: July 4, 2020 । 6:12 PM

রাজকুমার কোটাল:অবস্থা গুরুতর কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে দাসপুরের রাজনগরে রাজনৈতিক সংঘর্ষে গুরুতর জখম বছর ৫০ এর বিমল দোলইকে। হাসপাতাল সূত্রে খবর তাঁর রক্ত বমি হচ্ছে,মস্তিষ্কের রক্তক্ষরণ ও হতে পারে।

উল্লেখ্য আজ ৪ জুলাই দাসপুর থানার রাজনগরে দলীয় পতাকা টাঙানো নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষেই তৃণমূলের ৪ কর্মী জখম হন। আহতদের ঘাটাল হাসপাতালে পাঠানো হলে,অবস্থার গুরুত্ববুঝে বিমল বাবুকে আজ বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতায় স্থানান্তরিত করা হল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।