মনসারাম কর: দুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অনেকেই দু-দিনের মাথায় পুনরায় তৃণমূলের পতাকা হাতে তুলে নিল। ঘটনা ঘাটালের শ্যামসুন্দরপুর এলাকার। রংবদলের এই খেলায় ঘাটালের রাজনৈতিক তর্জা এখন তুঙ্গে। তৃণমূলের তরফে জানিয়েছেন এই কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছে। এদিকে ঘাটাল পূর্ব মন্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা বলেন, দুদিন আগে তৃণমূল ছেড়ে আসা কর্মীদের নানান ভয় দেখিয়ে নিজেদের দলে টেনেছে তৃণমূল। সব মিলিয়ে ঘাটালের দলবদল নিয়ে প্রশ্নের মুখে রাজনীতি।