শ্রীকান্ত ভুঁইঞা: বিজেপি করার জন্য জমির আলু নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা দাসপুর-১ ব্লকের নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েতের ধর্মা গ্রামের। ওই গ্রামের কৃষক জয়দেব দোলই এর অভিযোগ রাতের অন্ধকারে তার আলু জমিতে তৃণমূলের লোকজন অতিরিক্ত জল দিয়ে ভরিয়ে দিয়েছে। তাই জমিতে আলু যতটুকু হয়েছিল সেটাই খুলে নিতে হয়েছে। জয়দেব বাবু আরও বলেন যে তিনি আগে তৃণমূল করতেন, বর্তমানে তিনি বিজেপি করেন। তাই রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই কান্ড। যদিও এখানকার তৃণমূলের অলোক রায় জয়দেববাবুর অভিযোগ অস্বীকার করেছেন।