এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাবরশার টানে ক্ষীরপাইতে অভিনেতা বিশ্বনাথ

Published on: September 14, 2020 । 11:09 AM

তৃপ্তি পাল কর্মকার: বাবরশার টানে ক্ষীরপাইতে অভিনেতা বিশ্বনাথ। ভোজনরসিক বিশ্বনাথ বসু ক্ষীরপাইতে এসে স্বাদ নিলেন বাবরশার। ১৩ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ করেই উঠেছিলেন ক্ষীরপাইয়ের হালদার দিঘির শান্তিনাথ মিষ্টান্ন ভাণ্ডারে। মুগ্ধ হয়ে খেলেন এই প্রসিদ্ধ মিষ্টি। আসলে বিশ্বনাথবাবু বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেই এলাকার বিখ্যাত খাবারের উপর তথ্যমূলক ভিডিও তৈরি করছেন। সেই জন্যই বেলপাহাড়ির শ্যুটিং এর পর সটান হাজির ক্ষীরপাইতে। মিষ্টি খেতে খেতে মিষ্টির কারিগরের সাথে কথাও বললেন তিনি।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
ক্ষীরপাইয়ের বাবরশার খ্যাতি মানুষের মুখে মুখে ফেরে। জনশ্রুতি আছে দিল্লির বাদশাহ বাবর নাকি এই মিষ্টি পছন্দ করতেন। তাই নাম বাবরশা। আর এক তথ্য বলে ইংরেজ রাজকর্মচারী এডওয়ার্ড বাবর এই মিষ্টি খেয়ে মুগ্ধ হয়েছিলেন। তাই এই মিষ্টির নাম বাবরশা। যাইহোক, ক্ষীরপাই প্রসিদ্ধ এই মিষ্টির টানে বিশ্বনাথ বসু কি বলছেন শুনে নিন। টিমের জনাদশেক মেম্বার সবাই খেলেন বাবরশা। •ভিডিওগুলি তুলেছেন ক্ষীরপাইয়ের সুজন ঘোষ
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad