আব্দুল হাসানাৎ আলি খাঁন: আজ ১১ নভেম্বর বিশ্ব নবী দিবস পালিত হল ঘাটাল মহকুমা জুড়ে। ইসলাম ধর্মের শ্রেষ্ঠ পয়গম্বর হজরত মোহাম্মদের (সাঃ)জন্মদিবসটি গোটা বিশ্বের মুসলিম সমাজে বিশ্ব নবী দিবস হিসেবে পালিত হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুসলিমরা এই দিনটি পালন করেন। এবছর নবী দিবস পড়েছিল ১০ নভেম্বর। কিন্তু ওই দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্যোগ কবলিত এলাকায় ১১ নভেম্বর তা পালিত হয়েছে। এদিন ঘাটালের বড়দা চৌকান নবী দিবস কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ‘ঈদ- ই -মিলাদুন ‘ নবী অর্থাৎ বিশ্ব নবী দিবসের। সেই জন্য অন্যান্য অনুষ্ঠানের সাথে আয়োজিত হয়েছিল ‘জুলুস’ অর্থাৎ শান্তি মিছিলের। শান্তি মিছিলটি বরদা চৌকান থেকে ঘাটাল, দাসপুর, বকুলতলা, বলরামগড়, জলসরা মূলগ্রাম পরিক্রমা করে ফিরে আসে। নবীদিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে জনসেবা মূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।