এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের গোপীনাথপুরে প্রশাসনিক উদাসীনতায় গ্রামের রাস্তা মেরামতের কাজে গ্রামেরই যুবকরা

Published on: June 17, 2020 । 1:43 PM

মনসারাম কর: গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। প্রশাসনকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি। যাতায়াতের অযোগ্য হয়ে ওঠায় প্রশাসনের উপর ভরসা হারিয়ে অগত্যা গ্রামের যুবকরাই রাস্তা মেরামত করল । সম্প্রতি এই রকমই ঘটনা দেখা গেল ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা এবং ক্লাব সদস্য সানোয়ার আলি, ইয়াসিন আলি, সাজাহান বাদসারা বলেন গোপীনাথপুরের মুসলিমপাড়া থেকে ঘোষপাড়ার কলতলা পর্যন্ত প্রায় ১ কিমি গ্রামীণ রাস্তাটি বহুদিন ধরেই খারাপ, কৃষকরা তাদের জমির ফসল পর্যন্ত বাড়িতে তুলতে পারছিল না, প্রশাসনকে বলেও কোনও সুরাহা হয়নি, তাই নিজেরাই রাস্তার পাশে দীর্ঘদিন পড়ে থাকা মোরাম দিয়ে নিজেদের চলার পথ মেরামত করতে বাধ্য হয়েছি। এই নিয়ে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান রফিক আলি খান বলেন, রাস্তাটির কন্ট্রাক্ট হয়ে রয়েছে কিন্তু লকডাউনের জেরে মালপত্রের দাম বেড়ে যাওয়ায় কন্ট্রাকটর কাজ করেনি। যাতে দ্রূত কাজ হয় আমরা তার চেষ্টা করছি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।