গঠন হবে বীরসিংহ উন্নয়ন পর্ষদ, আজ বর্ণাঢ্য অনুষ্ঠান বীরসিংহে থাকছেন মন্ত্রী আমলা ও পদস্থ আধিকারিকরা, আসছেন বিজেপির রাহুল সিন্হা

মনসারাম কর: আশার আলো দেখছে বীরসিংহবাসী। একসময় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। বীরসিংহের অনুন্নয়নের নানান চিত্র তুলে ধরে শাসকদলকে প্রশ্নবানে বিঁধেছিল বীরসিংহবাসী। সেই সময় জেলা প্রশাসন সময়িক কিছু উন্নয়নমূলক কাজ এখানে করেছিল। এলাকাবাসীর ক্ষোভের বার্তা পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর কানেও। গত সেপ্টেম্বরে বর্ণপরিচয়ের স্রষ্টা, বাংলার সভ্যতা সংস্কৃতির ঐতিহ্য বিদ্যাসাগরের দ্বি-শতবর্ষ জন্মদিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন বীরসিংহের পুণ্যভূমিতে। তিনি ঘোষনা করেছিলেন, বীরসিংহ হবে আদর্শ পর্যটন কেন্দ্র, গঠন করা হবে বীরসিংহ উন্নয়ন পর্ষদ। ঠিক একবছরের মাথায় সেই উন্নয়ন পর্ষদ গঠনে সীলমোহর দিল রাজ্য মন্ত্রীসভা। খুশির হাওয়া বীরসিংহে। তবে জানা গেছে উন্নয়ন পর্ষদ গঠন শুধু বীরসিংহ নিয়েই নয় তার মধ্যে থাকতে পারে ঘাটালও। এই নিয়ে বিধায়ক শংকর দোলই বলেন, বীরসিংহ সহ ঘাটাল ব্লক ও ঘাটাল শহরকে যুক্ত করে গঠন হবে এই উন্নয়ন পর্ষদ সেই চেষ্টা আমরা চালাচ্ছি এবং তার মাধ্যমে ব্যাপক উন্নয়ন মূলক কাজ হবে গোটা ঘাটালজুড়েই। উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকছেন জেলাশাসক। তবে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট মহল। আজ ২৬ সেপ্টেম্বর বিদ্যাসগরের জন্মদিবসে বীরসিংহ আবার সেজে উঠেছে, থাকছে দিনভর নানান বর্ণাঢ্য অনুষ্ঠান, উপস্থিৎ থাকবেন জলসম্পদ ও কারিগরি উন্নয়ন মন্ত্রী ড: সৌমেন মহাপাত্র, জেলাশাসক রশ্মী কমল, পুলিশ সুপার দীনেশ কুমার, বিধায়ক শংকর দোলই, বিডিও অরবিন্দ দাসগুপ্ত, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ মাজী প্রমুখ। আজ রাজ্য বিজেপির রাহুল সিনহাও আসছেন বিদ্যাসাগরের জন্মভিটেতে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।