কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২০১৯ এর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বীরসিংহে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সূচনা অনুষ্ঠানে। ঘোষণা করেছিলেন বীরসিংহে একটি এবং বীরসিংহের প্রবেশদ্বার সিংহডাঙ্গাতে একটি, মোট দুটি সুদৃশ্য তোরণ নির্মাণের কথা। নামকরণ করেছিলেন ‘বর্ণপরিচয়’। তারপরেই গোটা বিশ্ব জুড়ে দেখা দেয় করোনা অতিমারী। সবকিছুই থমকে যায়। বর্ণপরিচয় গেটের কাজও শুরু হয়নি। গতবছর ১৭ মে মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন কাজ শুরু না হওয়ায় জন্য। দুটি তোরণের জন্য এককোটি ৭৯ লক্ষ টাকার ব্যয়ের কথা শুনেও মুখ্যমন্ত্রী চমকে যান। তিনি বলেন, ৪০ লক্ষ টাকাতেই ওই কাজ করা সম্ভব। দরকারে পি.ডব্লিউ.ডি-র ইঞ্জিনিয়ারদের বাদ দিয়ে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের ইঞ্জিনিয়ার নিয়োগের কথাও তিনি ওই প্রশাসনিক সভায় বলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন তিনমাসের মধ্যে কাজ শেষ করার। কিন্তু মাঝে মাঝে ইঞ্জিনিয়ারদের আসা যাওয়া আর মাটি পরীক্ষা ছাড়া কিছুই লক্ষ করা যায়নি। বীরসিংহে সয়েল টেস্ট হলেও সিংহডাঙ্গাতে তাও হয়নি।
এরই মাঝে গত ২২ জানুয়ারি থেকে বীরসিংহে গর্তখোঁড়া এবং ভিত তৈরির কাজ শুরু হলেও সিংহডাঙ্গাতে শুরু হয়েছে গতকাল ১৩ ফেব্রুয়ারি থেকে। প্রকৃতপক্ষে কত টাকা বরাদ্দ হয়েছে এই কাজের জন্য তাও সঠিক জানা যায়নি। আবার এসে পড়েছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। এলাকাবাসীরা মনে করেন, জেলায় মুখ্যমন্ত্রী আসছেন বলেই তড়িঘড়ি করে ওই গেট তৈরির কাজ শুরু হয়েছে।