কুণাল সিংহরায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভারত জাকাত মাঝি পারগাণা মহল ও পন্ডিত রঘুনাথ মুর্মু ইতুন আসড়ার উদ্যোগে আজ বীরসিংহ ভগবতী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, আদিবাসী উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যান শিবশংকর সরেন, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা সহ ভারত জাকাত মাঝি পারগাণা মহলের জেলা নেতৃত্ব মনোরঞ্জন মুর্মু,দিলীপ মান্ডি,গোবিন্দ হেমরম,মহকুমা নেতৃত্ব দেবেন্দ্র মুর্মু,রেনুপদ মান্ডি এবং সাঁওতালি ভাষা আন্দোলনের নেতা মহেন্দ্র সরেন প্রমুখ।২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তপশীলে স্বীকৃত হয়। সেই থেকে এই দিনটি সাঁওতালি ভাষা দিবস হিসেবে পালন করে আসছে আদিবাসী সমাজ।মন্ত্রী বীরবাহা হাঁসদা অলচিকি ভাষায় পঠনপাঠনের সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কথা হয়েছে বলে জানান। আশা প্রকাশ করেন অনতিবিলম্বে অলচিকি ভাষার পাঠ্যপুস্তক এবং শিক্ষক সমস্যা মিটে যাবে।
আদিবাসী উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যান শিবশংকর সরেন বলেন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে,আমি সাঁওতালি শিক্ষা পর্ষদ গঠনের দাবি জানিয়েছি।
ভারত জাকাত মাঝি পারগাণা মহল,ঘাটাল তল্লাট(মহকুমা) এর পক্ষ থেকে মন্ত্রীর কাছে দাবীপত্র দিয়ে ঘাটাল মহকুমায় সাঁওতালি মাধ্যম বিদ্যালয়, মিউজিয়াম ও সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে তোলা এবং ১৪ টি অনুমোদন প্রাপ্ত বিদ্যালয়ে অলচিকি ভাষার স্থায়ী শিক্ষক নিয়োগের দাবী জানানো হয়েছে বলে জানান পারগাণা মহল নেতৃত্ব। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের নেতা মহেন্দ্র সরেন কে সম্মানিত করা হয়।