মনসারাম কর: আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঘাটাল ব্লকের বীরসিংহ ভগবতী স্কুল চত্বরে অস্থায়ীভাবে খোলা হবে জনসহায়ক কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল স্বয়ং উপস্থিত থাকবেন এই কেন্দ্রে, শুনবেন মানুষের অভাব অভিযোগের কথা। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওইদিন জেলাশাসকের পাশাপাশি বীরসিংহের ওই কেন্দ্রে উপস্থিত থাকবেন গ্রাম পঞ্চায়েত, ব্লক, মহকুমা এবং জেলা স্তরের সমস্ত সরকারি দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকরাও। এলাকার মানুষ ওই কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি জেলাশাসকের কাছে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা পাওয়ার বিষয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য হলে প্রশাসনের তরফ থেকে তার সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।
আগামী ৫ সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে হবে জনসহায়ক কেন্দ্র, সাধারণ মানুষের অভিযোগ শুনতে আসছেন জেলা শাসক রশ্মি কমল
Published on: September 3, 2019 । 12:09 PM












