নিজস্ব সংবাদদাতা: গত রাতে (১১ জুন ২০২২ ) পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল খড়ার শহরের ১০ নম্বর ওয়ার্ড উদয় গঞ্জের বাসিন্দা যুবক বিল্টু মালিকের(২৬)। আজ রবিবার দুপুরে ময়না তদন্তের পর তাঁর দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন আবাল-বৃদ্ধ-বনিতা। কারণ বিল্টু এলাকায় অত্যন্ত পরোপকারী যুবক হিসেবেইপরিচিত ছিলেন। নানা রকম সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকতেন। মানুষের সমস্যা হলে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক বলেন, শনিবার রাতে বরদা-সুলতানপুর রাস্তার মিদ্যাপুকুরের কাছে বাইক দুর্ঘটনায় বিল্টুবাবুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্টু একটি পোল্ট্রি ফার্মে কাজ করতেন। ওই রাতে তিনি রাস্তার পাশে থাকা একটি ভ্যান গাড়িতে মুরগি ভর্তি করছিলেন। সেই সময় ঘাটালের দিকে যাচ্ছিলেন আকাশ দোলই নামে এক বাইক চালক, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিল্টুবাবুকে ধাক্কা মারেন। আকাশের বাড়ি ঘাটাল শহরে। বিল্টুবাবু এবং আকাশ দুজনেই গুরুতর জখম হন। দুজনকেই ঘাটাল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান ও স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের প্রচেষ্টায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা বিল্টুবাবুকে মৃতবলে ঘোষণা করেন। আকাশও গুরুতর জখম হন। তাঁকে ওই রাতেই কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।