এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে দুই বাসের রেষারেষিতে হাসপাতালে আশঙ্কাজনক বাইক চালক

Published on: December 9, 2025 । 8:17 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাস্তার একেবারে ধার দিয়েই যাচ্ছিলেন বাইক চালক। মাথায় হেলমেটও ছিল। দুই বাসের রেষারেষির শিকার হয়ে গুরুতর জখম হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই বাইক চালক। আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার ঘাটাল-মেচোগ্রাম সড়কের কুশপাতা- নিমতলার মাঝে হাওড়া থেকে ঘাটালগামী বিশ্ববীণা ও জানকী নামের দুটি বাসের রেষারেষি চলে। ওই বাসের যাত্রীরা বলেন, বিশ্ববীণা বাসটি রাস্তার বাম পাশ দিয়েই যাচ্ছিল। জানকী বাসটি হাওড়া থেকেই বিশ্ববীণা বাসটির সাথে রেষারেষি করে আসছিল। ঘাটাল ঢোকার আগে নিমতলা ও কুশপাতার মাঝে জানকী বাসটি অপর বাসটিকে ওভারটেক করতে এমনভাবে চেপে দেয় যে বামপাশে থাকা চলন্ত বাইক আরোহীকে ধাক্কা মেরে বেশ কিছুটা দূরে ছিটকে ফেলে দেয়। জখম বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর জানকী বাসটিকে আটকে যাত্রীরা নেমে বিক্ষোভ দেখায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাসের যাত্রীরা বলেন, এরকম রেষারেষির ঘটনা প্রায়ই হয়ে থাকে। আমরা বাসের ভেতরের যাত্রীরা তো প্রাণ হাতে করে ইষ্টনাম জপ করি। আজকের এই ঘটনাতেও বাস চালকদের চেতনা না হলে আমাদেরকেই আইন হাতে তুলে নিতে হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177