এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম-২

Published on: April 15, 2020 । 12:53 PM

তনুপ ঘোষ: ক্ষীরপাইতে পথ দুর্ঘটনায় আহত হলো দুই ব্যক্তি। আজ ১৫ এপ্রিল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ঘাটাল- চন্দ্রকোণা রাজ্য সড়কের উপর ক্ষীরপাই ডাকবাংলা এলাকায়। পুলিশ জানায় ঘাটাল থেকে চন্দ্রকোণাগামী মোটর বাইকে করে দুই বাইক আরোহী দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই দুই বাইক আরোহী। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ক্ষীরপাই হাসপাতালে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177