তনুপ ঘোষ: ক্ষীরপাইতে পথ দুর্ঘটনায় আহত হলো দুই ব্যক্তি। আজ ১৫ এপ্রিল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ঘাটাল- চন্দ্রকোণা রাজ্য সড়কের উপর ক্ষীরপাই ডাকবাংলা এলাকায়। পুলিশ জানায় ঘাটাল থেকে চন্দ্রকোণাগামী মোটর বাইকে করে দুই বাইক আরোহী দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই দুই বাইক আরোহী। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ক্ষীরপাই হাসপাতালে।
ক্ষীরপাইতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম-২
Published on: April 15, 2020 । 12:53 PM









