এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভীম ঠাকুরের মূর্তিকে ভেঙে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ঘাটালে

Published on: February 11, 2023 । 12:48 PM

অনামিকা বন্দ্যোপাধ্যায়: দিনের আলোতে প্রকাশ্যে ভীম ঠাকুরের মূর্তিকে ভেঙে সরিয়ে দেওয়া হল। ওই ঘটনাকে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]কেন্দ্র করে আজ ১১ ফেব্রুয়ারি ঘাটাল থানার হরিনগরে ব্যাপক উত্তেজনা দেখা দিল। ঘটনার সামাল দিতে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিককে পুলিশ বাহিনী নিয়ে যেতে হয়। পুলিশ জানিয়েছে, এনিয়ে ব্রহ্মানন্দ হাজারি নামে এক জনকে থানায় তুলে আনা হয়েছে। তবে মূর্তি ভাঙা নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
হরিনগরে ব্রহ্মানন্দ হাজারির জায়গায় এবছর ভীম পুজো হয়েছিল। ব্রহ্মানন্দবাবু বলেন, ওই জায়গায় আমার পারিবারিক একটি কাজ করার কথা আছে। তাই পুজোর আগেই কমিটির সঙ্গে কথা হয়েছিল পুজোর পর মূর্তিটিকে সরিয়ে নিতে হবে। পুজো কমিটি রাজি হতে তবেই এবার পুজো করতে দেওয়া হয়। কিন্তু ভীম পুজো হয়ে যাওয়ার পরও ওই মূর্তিটিকে না সরানোর ফলে আমার কাজ শুরু করতে সমস্যা হয়েছিল। সেজন্য আমি পুজো কমিটিকে জানিয়েই আজ সকালে মূর্তিটিকে সরিয়ে দিয়েছি।
এদিকে পুজো কমিটির সম্পাদক বিল্টু দোলই বলেন, আমরা আজ-কাল করেই মূর্তিটি সরিয়ে নেব বলেছিলাম। কিন্তু আমাদেরকে না জানিয়েই আজ বেলা সাড়ে ১০টার সময় মূর্তিটিকে ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। যেটা কার্যত মূর্তিটিকে এবং আমাদের পুজো কমিটিকে অত্যন্ত অমর্যাদা করা হয়েছে বলে মনে করি। •আজকের ব্রেকিং খবর… মহিলা কণ্ঠে ফোনে প্রেমের অভিনয় করে লক্ষ টাকা হাতিয়ে নিল কলেজ ছাত্র

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।