দিনে দিনে আমাদের ওষুধ খাওয়ার প্রবণতা বেড়েই চলেছে। সুস্থতার মাঝেও গলায় অন্ততপক্ষে একটা হজমের ওষুধ না দিলে যেন খাবার গলায় আটকে যায়। সেই প্রবণতা থেকে ঘাটালবাসীদের স্বাধীনতা দিতে অভিনব উদ্যোগ নিলেন নাড়াজোলের চিত্র শিল্পী বিমান আদক।
দৈনন্দিন ওষুধ থেকে স্বাধীনতা পেতে ট্যাবলেট কেটে ভগৎ সিং এর মূর্তি বানিয়ে সচেতন করলেন তিনি। বিমানবাবু বলেন, আমরা এখন আমরা ওষুদের উপর এতটাই নির্ভরশীল হয়ে পিড়েছি যে ওষুধ না খেলে যেন আমরা একেবারেই পরাধীন। না পারব ইচ্ছে খুশি খাওয়া দাওয়া করতে না পারব ঘুমোতে।
ওষুধ ছেড়ে যোগ ব্যায়াম,ভোরে উঠে হাঁটা,ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমেও শরীর সুস্থ ও তরতাজা রাখাযায়,যা ভগৎ সিংয়ের মত বীর বিপ্লবীরা মেনে চলে ওষুধ না খেয়েও সুস্থ সবল দেহে ইংরেজদের অত্যাচার সহ্যের ক্ষমতা রাখতেন। ওষুধ ছেড়ে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যই আমার ওষুধে ভগৎ সিংয়ের ছবি আঁকা।