শুভম চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মান ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মর্ধনা জানাতে এগিয়ে এলো ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ নামক একটি সংগঠন। করোনা পরিস্থিতির কারণে বিগত গত দুই বছর এই ধরনের উদ্যোগ নিতে না পারলেও 2021 সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে কৃতি ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয় কে সম্মান জানাতে শুক্রবার ঘাটাল টাউনহল অনুষ্ঠান আয়োজন করল সংস্থাটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র, ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অংশুমান অধিকারী, সাংসদ প্রতিনিধি রাম মান্না সহ একাধিক বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিল মহাকুমার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। 2021 সালের মহকুমার সেরা বিদ্যালয়ের তকমা পেল দাসপুরের হাট সড়বেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।মহকুমার ৪৫জন বৃত্তিপ্রাপক ও ২৬জন দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীকে এইবছর সম্বর্ধনা দেওয়া হল সংস্থার তরফ থেকে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সৌমেন মহাপাত্র সংগঠনের কাজের প্রশংসা করেন এবং ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। [নীচে অনুষ্ঠানের ভিডিও]
Home এই মুহূর্তে শিক্ষা/সাহিত্য/সংস্কৃতি ঘাটাল মহকুমার সেরা স্কুল ‘হাটসরবেড়িয়া ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন