এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনায় কন্যাশ্রীদের পাশে বসে দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের ফর্ম ফিলাপে খোদ বিডিও

Published on: August 27, 2021 । 9:26 PM

বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৭ আগস্ট শুক্রবার এমনই ছবি দেখা গেলো চন্দ্রকোনা-২ ব্লকের বান্দিপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকরা হাইস্কুলে। চন্দ্রকোনা-২ ব্লক প্রশাসনের তত্বাবধানে ঝাঁকরা হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমায় বহু মানুষ,পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভূক্ত করার জন্যও মহিলাদের ভিড় ছিল নজরকাড়া। এই ভিড় সামাল দিতে ওই স্কুলে দুয়ারে সরকার শিবিরে রীতিমতো হেল্প ডেস্ক খুলে উপভোক্তাদের ফর্ম ফিলাপে হাজির ২০-২৫ জন কন্যাশ্রী মেয়ে। আর এইসব কন্যাশ্রীদের পাশে বসেই সাধারণ উপভোক্তাদের ফর্ম ফিলাপ করতে দেখা যায় চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও অমিত ঘোষকে। বিডিওর পাশে বসে উপভোক্তাদের কিভাবে ফর্ম ফিলাপ করা হয় তা হাতেনাতে শিখে নেয় কন্যাশ্রীর ওই মেয়েরা। আর তাদের পাশে বসে উপভোক্তারা ফর্ম ফিলাপ করে পরবর্তী কি করনীয় তা সযত্নে বুঝিয়ে দেওয়ার এমন ছবি দেখে আপ্লূত কন্যাশ্রী থেকে শিবিরে সরকারি প্রকল্পে নাম নথিভূক্ত করতে যাওয়া আমজনতাও।শুরুতে চিনতে না পারলেও খোদ বিডিও যে কন্যাশ্রীদের সাথে নিয়ে তাদের ফর্ম ফিলাপ করে দিচ্ছেন তা দেখে একবাক্যে খুশি উপভোক্তারাও।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177