নিজস্ব প্রতিনিধি: ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিসার তরুণ কারক সম্প্রতি বদলি হয়ে ঘাটাল থেকে কেশপুরে যাচ্ছেন। বদলির নির্দেশ আসার পর ১৭ আগস্ট সোমবার ছিল তাঁর বিদায়কালীন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিডিও অরিন্দম দাশগুপ্ত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজি ও অন্যান্য কর্মাধ্যক্ষ সহ ব্লক অফিসের সমস্ত দপ্তরের আধিকারিক ও কর্মীরা। প্রথা অনুযায়ী বিদায়কালীন অনুষ্ঠানে বিগত দিনের কাজের বিভিন্ন স্মৃতিচারণ হয়ে থাকে। এই অনুষ্ঠানে টানা ৯ বছর কাজ করার বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কেঁদে ফেললেন তরুণবাবু। জানা গেছে অফিসের কাজের ক্ষেত্রে তরুণবাবু বরাবরই ছিলেন কাজপাগল ও দক্ষ অফিসার। ৯ বছর ধরে বন্যা, ঝড়, করোনা সমস্যা সহ ঘাটালের বিভিন্ন বিপর্যয় তিনি দক্ষ হাতে সামলেছেন। তাছাড়াও নির্বাচন সহ ব্লক অফিসের অন্যান্য কাজ করার ক্ষেত্রেও বিভিন্ন সময় তাঁকে সামনের সারিতে দেখা গেছে। ৯ বছর কাজের নিরিখে ঘাটাল থেকে তিনি যে একটা বড় মাপের প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন একথা মানেন ব্লক অফিসের সাথে যুক্ত সকলেই। প্রসঙ্গত এটা তাঁর রুটিন বদলি এবং একই সাথে দাসপুর-১ ব্লকেও এই বদলি হয়েছে বলে জানা গেছে।