এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিসিডিএ দাসপুর-১ জোন কমিটির ২৯তম সাধারণ সভা হল

Published on: April 28, 2024 । 7:27 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বেঙ্গল কেমিস্ট আ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দাসপুর-১ জোন কমিটির ২৯তম সাধারণ সভা হল। ২৮ এপ্রিল বেলিয়াঘাটা বিদ্যাসাগর সমবায় সমিতির মিটিং হলে ওই সভাটি হয়। ওই কমিটির সম্পাদক দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও সভাপতি বিশ্বনাথ বলেন, এদিন সভায় দেড়শ জন সদস্য উপস্থিত থেকে কমিটির বিভিন্ন আলোচনায় অংশ নেন। পাশাপাশি জেলা ও রাজ্যের নেতৃবৃন্দ ও বিশিষ্ট সমাজসেবীগণও উপস্থিত ছিলেন সভায়। পরিবেশের কথা মাথায় রেখে প্রত্যেককে একটি করে মেহগিনি গাছের চারা প্রদান করা হয়।

দেবব্রতবাবু বলেন, এদিন সভায় দাবি রাখা হয়—নিম্নমানের ওষুধ বাজারে যোগান দেওয়া চলবে না। অসাধু ওষুধ ব্যবসায়ীদের কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। ফার্মাসিস্ট ছাড়া অনলাইনের ওষুধ বিক্রি নিয়ন্ত্রণ করতে হবে। অনলাইন ফার্মাসির ফলে ছোট ছোট ছেলে মেয়েরাও নানা ধরণের হাতে ওষুধ পেয়ে যাচ্ছে। অনলাইনে যাতে ফার্মাসিস্ট রিনিউয়াল হয়, ফার্মাসি কাউন্সিলকে তার দ্রুত ব্যবস্থা করতে হবে। বয়স্ক ফার্মাসিস্টদের কথা মাথায় রাখতে হবে। এবং ফার্মাসিস্টদের আপগ্রেডেশনের ব্যবস্থা নিজ জেলাতে করা যায়, তার সুব্যবস্থা করতে হবে।

এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়— সবাইকে ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে হবে। বাজারে যে সব জেনেরিক ওষুধ বিক্রি হচ্ছে তার গুণমান বাড়াতে হবে। বাজারে জাল ওষুধ সরবরাহ যাতে বন্ধ হয়, তার উদ্যোগী হতে হবে। লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রয় করা চলবে না। অনলাইন ফার্মাসির ওপর আরও নিয়ন্ত্রণ বাড়াতে হবে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রয় করা চলবে না। অধিক মুনাফা যুক্ত ওষুধগুলোর কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করতে হবে। অসাধু ওষুধ ব্যবসায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। প্রতি কেমিস্ট শপে পরিষেবার মান ও পরিকাঠামো বাড়াতে হবে। স্বাস্থপরিষেবায় সরকারকে সাহায্য করতে হবে। ডাক্তারবাবুদের পারামর্শ ছাড়া প্রেসক্রিপশন এর ওষুধ পাল্টানো যাবে না। দোকানের ফ্রিজে ওষুধ ছাড়া অন্য কোনও জিনিস যেন না থাকে। বিলে মাল কিনতে হবে, বিল করে মাল বিক্রয় করতে হবে। দোকানের সামনে ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট এর বিবরণ পেস্টিং করে রাখতে হবে। আগামী দিনে ওষুধ ব্যবসায়ী সদস্যদের বিভিন্ন সামাজিক উদ্যোগ নিতে হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now