মনসারাম কর : ঘাটালের বরদা চৌকানে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের প্রতিবাদে আজ ১৯ অক্টোবর বরদা চৌকান ব্যবসায়ী সমিতির উদ্যোগে শান্তি মিছিল হয়।
এই শান্তি মিছিলে অংশ নেন বরদা চৌকান এলাকার সকল ব্যবসায়ীরা। রাজনৈতিক কারণে গত কয়েক মাসে বরদা চৌকান এলাকা বারে বারে উত্তপ্ত হয়েছে। কখনও পতাকা ছেঁড়া, আবার কখনো দোকান ভাংচুরের মত অভিযোগও উঠেছে। বরদা চৌকান এলাকায় এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ যাতে না হয় এবং ক্রেতারা যাতে আতঙ্কিত না হয় সকল রাজনৈতিক দলকে তার বার্তা দিতেই সমিতির আজকের এই শান্তি মিছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই নিয়ে বরদা চৌকান ব্যবসায়ী সমিতির সম্পাদক রফিক আলী খাঁ বলেন, বরদা চৌকনে রাজনৈতিক সংঘর্ষের ফলে এখানকার আপামর জনসাধারণ আতঙ্কিত, তাতে করে ব্যবসায়ী সমিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে শান্তির বার্তা দিতেই ব্যবসায়ী সমিতির এই শান্তি মিছিল।