এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভলিবলে জেলায় দ্বিতীয় হল ঘাটাল ব্লক

Published on: December 29, 2025 । 8:25 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: জেলা ক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানার্স হয়ে দ্বিতীয় স্থান দখল করল ঘাটাল ব্লকের অর্জুনাড়ি বানীসেবক সংঘ। ওই ক্লাবের ভলিবল টিমের ক্যাপ্টেন শান্তনু ঘোষ বলেন, ২৭ ও ২৮ ডিসেম্বর দুদিন ধরে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ডেবরা ব্লকের রাধামোহনপুরে ওই প্রতিযোগিতাটি হয়। সেখানে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ১৭টি ব্লক এবং শহর ক্ষেত্রের ১৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রায় দুশোর বেশি ভলিবল খেলোয়াড়ের মধ্যে বেশিরভাগই ছিল অনুর্ধ্ব ১৯ স্তরের এবং তাদের সাথে জাতীয়স্তরের সিনিয়র খেলোয়াড়রাও ছিলেন। অর্জুনাড়ি বানীসেবক সংঘের কোচ তথা জাতীয়স্তরের ভলিবল খেলোয়াড় নেহা সিংহ বলেন, আমাদের দলের দিব্যেন্দু সিংহ (তন্ময়), মলয় সিংহ, সুরজিৎ গায়েন, শান্তনু ঘোষ, আকাশ আলি, অর্ণব দাসেরা দারুণ খেলেছেন। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন দিব্যেন্দু। ওই খেলোয়াড়রা আগামীদিনে রাজস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য, ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামবনী ব্লকের নুনিয়া নাইটস, এবং তৃতীয় হয়েছে গোপীবল্লভপুর-১ ব্লক।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177