আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালে সন্দেহের বসে এক গৃহবধূকে মারধর ও পাঁচচুলা করার ঘটনায় অভিযুক্ত ছয় মহিলাকে তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত। জানা গিয়েছে, ১৬ জানুয়ারি ঘাটাল থানার অজবনগর মধ্যপাড়ায় পরকীয়ার সন্দেহে জোৎস্না বরদোলই নামে এক মহিলাকে মারধর করা হয়। এমনকি মাথার চুল কেটে পাঁচচুলা করার অভিযোগে ঘটনাস্থল থেকে ছ’জন মহিলাকে আটক করে ঘাটাল থানার পুলিশ। আজ ওই ছ’জন মহিলাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত।
উল্লেখ্য, অজবনগর মধ্যপাড়ার এক যুবক পেশায় গাড়িচালক খোকন বরদোলইয়ের দু’মাস আগে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বিষক্রিয়া থেকে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের পরিবার ও এলাকার কিছু মানুষের অভিযোগ যে, ওই মহিলার কারণেই মৃত্যু হয়েছিল যুবকের। মৃত্যুর পর মহিলাটি বাপের বাড়ি চলে যান। ১৬ জানুয়ারি সকাল নাগাদ বাড়ি ফেরার পর গ্রামের বেশকিছু মহিলা জোৎস্নাদেবীর বাড়িতে চড়াও হয়ে বাড়ি ভাঙচুর করে। তারপর জোৎস্নাদেবীকে বাড়ি থেকে টানতে টানতে বার করে এনে একটি খোলা জায়গায় পাঁচচুলা করা হয়। সেই খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং এই ঘটনায় ছ’জন মহিলাকে আটক করে। আজ ১৭ জানুয়ারি সোমবার ওই ছ’জন মহিলাকে ঘাটাল আদালতে তোলা হলে তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।