নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: রাস্তা কেটেও প্রশাসনের নজর টানতে ব্যর্থ, তাই বাধ্য হয়ে খারাপ রাস্তা সারিয়ে দেবার দাবিতে মাইকিং করে মিছিল করল গ্রামবাসীরা। গত ২৪ নভেম্বর দাসপুর-২ ব্লকের খানজাপুর-১ গ্রাম পঞ্চায়েতের কিসমতে কোদাল দিয়ে রাস্তা কেটে অবরোধে সামিল হন গ্রামবাসীরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও আশ্বাস না মেলায় আজ ২৬ নভেম্বর বেশকিছু গ্রামবাসী মাইকিং করে মিছিল বের করে। তাদের অভিযোগ, দীর্ঘদিন কিসমত এলাকার ওই রাস্তাটি বেহাল হয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েত বা ব্লক প্রশাসন থেকে কারও কোনও হুঁশ নেই।এমনকী গ্রামবাসীরা ক্ষোভে রাস্তা কেটে অবরোধ করলেও তাদের সঙ্গে প্রশাসনের কেউ দেখা পর্যন্ত করতে আসেনি বলে অভিযোগ। তারা বলেন, যতদিন না এই রাস্তা সারানোর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে ততদিন নানাভাবে এই আন্দোলন ও মিছিল চলতে থাকবে।
Home এই মুহূর্তে দাবি/অভিযোগ রাস্তা কেটে দিলেও হেলদোল নেই প্রশাসনের, নজর টানতে মাইকিং করে মিছিল করল...