মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: তথ্যপ্রযুক্তি ধারায় লেখা বই এবং পত্রিকার পুরোধা কবি, লেখক ও সম্পাদক হিসেবে ‘বিশ্ব রেকর্ড’ বিজয়ী হলেন ঘাটাল মহকুমার খড়ার সিংহপুর গ্রামের সৌমিত্র রায়। সমস্ত তথ্য প্রমাণ যাচাইয়ের পর ২৭ সেপ্টেম্বর লন্ডনের ‘হার্ভার্ড ওয়ার্ল্ড রেকর্ডস’- এর পক্ষ থেকে সৌমিত্রবাবুর জন্য ‘বিশ্ব রেকর্ডের’ এই উপাধিটি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সৌমিত্রবাবু কর্মসূত্রে মেদিনীপুরে থাকলেও তাঁর লেখালেখির এবং তথ্যপ্রযুক্তির ধারায় সাহিত্যচর্চার সূত্রপাত জন্মস্থান সিংহপুর থেকেই। এই বিশেষ ধারায় লেখা কবিতার ফর্ম ‘শব্দ’১’ ইতিমধ্যেই কবিতার ক্ষুদ্রতম ফর্ম হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে।সময়ের সাথে তাল মিলিয়ে ২০০০ সাল নাগাদ তিনি নতুন নতুন কাব্যভাষার প্রচলনে মনোনিবেশ করেন। তখন এদেশে সেভাবে মোবাইল-এর প্রচলন হয়নি। কিন্তু ছেলেবেলা থেকেই সৌমিত্রবাবুর বিভিন্ন দেশের থেকে প্রচারিত রেডিয়ো শোনার শখ ছিল। সেখানে বিজ্ঞান, সাহিত্য সংস্কৃতির নানান সমসাময়িক বিষয়ের উপর অনুষ্ঠান শুনে নানান দেশে চিঠি আদানপ্রদানের মাধ্যমে যোগাযোগ রাখতেন এবং বৈশ্বিক নানান বিষয়ে নিজেকে আপডেট রাখতেন। সৌমিত্রবাবুর বাবা চাকরিসূত্রে কলকাতায় থাকতেন। ১৯৯৮ সাল নাগাদ সৌমিত্রবাবু কলকাতায় যান উচ্চ শিক্ষার জন্য। তখনই কম্পিউটার, তথ্যপ্রযুক্তি, ইন্টারনেটে হাতেকলমে জ্ঞানার্জন করেন। পাশাপাশি মূল ধারার বাংলা কবিতায় যোগসূত্র তৈরি হয় তাঁর। এভাবেই ধীরে ধীরে নতুন নতুন কাব্যভাষার প্রচলন, এসএমএস, ইন্টারনেট, ওয়েবসাইট ইত্যাদি মাধ্যমকে কবিতার স্বার্থে ব্যবহার এবং এভাবেই এ বিষয়ে বিশ্বকে পথ প্রদর্শন তাঁর। তাঁর প্রবর্তিত চ্যাটি লিখন রীতি (চ্যাট মোড, কবিতা পাক্ষিক, কলকাতা থেকে সংকলনটি ২০০৫ সালে প্রকাশিত) বর্তমানে সারা পৃথিবীতেই বহুলভাবে প্রচলিত। নিজের গ্রামেও তিনি স্বভাব কবি হিসেবে পরিচিত। ছেলেবেলা থেকেই তিনি যেকোনও পদ্য ছন্দে এবং গদ্য ছন্দে অনায়াস সিদ্ধ। তাঁর লেখা ও সম্পাদিত সংকলনের সংখ্যা ১৯ টি। জেলা, রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নানান পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ‘দৈনিক বাংলা’ নামে একটি ওয়েব দৈনিক সম্পাদনাও করেন তিনি। হার্ভার্ড ওয়ার্ল্ড রেকর্ডস- এর পক্ষ থেকে তাঁর স্বীকৃতিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ‘ডয়চেভেলে’ জার্মানির আন্তর্জাতিক বেতার তরঙ্গের বাংলা বিভাগের সাবেক প্রধান আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশের প্রখ্যাত কবি নুরুল হক এবং বিপ্লব মাজি তাপস মাইতি সহ পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি, সম্পাদক ও গুণীজনেরা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]