কাজ হারা দুই শ্রমিক কাজ ফিরে পেলেন স্থানীয় সংবাদ চ্যানেলের সাংবাদিকের তৎপরতায়। ঘটনা দাসপুর ১ ব্লকের সরবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকার তাতারপুর গ্রামে। ওই গ্রামে বেশ কিছু দিন ধরেই ১০০ দিন প্রকল্পের কাজ চলছিল।
ওই কাজে জব কার্ডের শ্রমিক হিসেবে আরো অনেকের সঙ্গে কাজ করছিলেন ওই গ্রামের বাসিন্দা নন্দদুলাল সামন্ত ও তার স্ত্রী। অভিযোগ, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বিগত তিনদিন ধরে আর কাজ করতে দেওয়া হচ্ছিল না।
নন্দদুলালবাবু বলেন, গত ৩রা জুন থেকে আমাকে ও আমার স্ত্রীকে কাজ করতে দিচ্ছেন না সুপারভাইজার শ্যামলী বেরা।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নন্দদুলাল বাবুর ছেলে প্রবীর সামন্ত আমাদের চ্যানেলের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন।
আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতেই তড়িঘড়ি নন্দদুলালবাবু ও তার স্ত্রীকে কাজে নেওয়া হয়, এবং যেদিন গুলিতে কাজ করতে দেওয়া হয় নি সেইদিন গুলিতেও তাদের নাম এন্ট্রি করে নেওয়া হয়। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট।