নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২৮ জুন রবিবার সকালে ঘাটাল থানার প্রতাপপুরের এক গৃহবধূকে পরকীয়ার অভিযোগে মারধর ও জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়েছিল। সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিস মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মহিলার প্রথমের স্বামীও রয়েছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় (৩০৭,৪৯৮,৩২৩,৩২৫)মামলা শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ সোমবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১০ জনকে ১৪ দিনের জেল হেফাজত ও ১ জনকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)







