দাসপুরে অফিসার পিটিয়ে গ্রেপ্তার অধ্যাপক

নিজস্ব সংবাদদাতা:  দাসপুর-২ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে (বি.এল. অ্যান্ড এল.আর.ও) গিয়ে  রেভিনিউ অফিসারকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার হলেন সেই অধ্যাপক। ওই অধ্যাপকের নাম পার্থসারথী বেরা। বাড়ি সোনাখালির সয়লাতে। তিনি ১৮ মার্চ বি.এল. অ্যান্ড এল.আর.ও অফিসে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, পার্থসারথীবাবুকে ২৭ মার্চ গ্রেপ্তার করা হয়।  আজ ২৮ মার্চ ঘাটাল আদালতে তোলা হলে তাঁর জামিন খারিজ হয়ে যায়।
দাসপুর-২ ব্লকের বি.এল. অ্যান্ড এল.আর.ও তুহিন ঘোষ বলেন, ১৮ মার্চ ওই অধ্যাপক আমাদের অফিসে এসে বিনা কারণে বির্তক শুরু করে দেন। আমরা প্রতিবাদ করতে গেলে আমার অফিসের এক রেভিনিউ ইন্সপেক্টর কৌশিক বন্দ্যোপাধ্যায়কে মারধর করেন। সেজন্য ওই অধ্যাপকের বিরুদ্ধে আমরা এফআইআর করি।
ওই অধ্যাপক বর্তমানে কলকাতার একটি নামী কলেজে পড়ান। এর আগে মেদিনীপুর কলেজের পার্টটাইমার ছিলেন। ওই সময় তিনি এক ছাত্রীর সঙ্গেও দুর্ব্যবহার করেছিলেন। খড়্গপুরের বাসিন্দা ছাত্রীটি পার্থসারথীবাবুর কোনও এক প্রস্তাবে রাজি হয়নি বলে তাকে প্রচুর হেনস্তা করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কলেজেও একাধিক বার মিটিং হয়ে ছিল বলে কলেজ ও ছাত্রীর পরিবার সূত্রে জানানো হয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।