মনসারাম কর: নিষিদ্ধ বাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচার ও অভিযান চালাচ্ছে ঘাটাল থানা। আজ ১৪ নভেম্বর শনিবার অভিযান চালিয়ে ঘাটাল থানার দুধেরবাঁধ এলাকা থেকে এক বিক্রেতাকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ। ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক জানান, নিষিদ্ধ বাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে, পরেও এই অভিযান চলবে, গ্রেফতার হওয়া বিক্রেতার সমস্ত বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।