ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: লাগাতার পথ দুর্ঘটনা(road accident) লাগাতার মর্মান্তিক মৃত্যু। মূলত ঘাটাল মেদিনীপুর ও ঘাটাল পাঁশকুড়া সড়ক(Ghatal Panskura road) ক্রমশ যেন
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
মৃত্যুর পথে পরিবর্তন হচ্ছে। চোখের সামনে ব্যস্ত রাস্তায় পথ দুর্ঘটনার কবলে পড়ে রাস্তার মাঝেই যন্ত্রনায় কাতরাচ্ছে চেনা অচেনা সব মানুষ কেউ বা সংজ্ঞাহীন(senceless) হয়ে পড়ে রয়েছে রাস্তাতেই। আমাদের একটু তৎপরতায় হয়তো প্রাণে বেঁচে যেতে পারে দুর্ঘটনার কবলে পড়া অচেনা বা চেনা সেই আত্মীয় বা নিজের পরিবারের আপনজনরা। কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার পর আমাদের মতো পরিচিত বা অপরিচিত মানুষগুলোর অভিজ্ঞতার অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে দুর্ঘটনায় গুরুতর জখম(Injured) মানুষটা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত থাকে। রাস্তার মাঝেই প্রাথমিক কিছু কাজ থাকে, সরাসরি তাকে কলকাতার(Kolkata) দীর্ঘ পথে না নিয়ে গিয়ে সামনের সাধারণ স্বাস্থ্য প্রতিষ্ঠানই ওই আশঙ্কাজনক ব্যক্তিটার জীবনদায়ি চিকিৎসা দিতে পারে। আজকের এই ভিডিওতে সরাসরি ঘাটাল ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশের অন্যতম চিকিৎসক ডাক্তার অর্নব কর্মকার। দীর্ঘদিন ধরে যিনি ট্রোমা কেয়ারে দুর্ঘটনা গ্রুস্থ রোগীদের সামলে তাদেরকে সাধারণ একটা জীবনে ফিরিয়ে দিয়েছেন। যাঁর হাত ধরে ভারতবর্ষের বুকেই অস্থি সংক্রান্ত একের পর এক অপারেশন হচ্ছে। সেই ডাক্তার অর্নব কর্মকারও বিচলিত ঘাটালের এই একের পর এক সড়ক দুর্ঘটনা এবং তার মর্মান্তিক পরিনতি নিয়ে। রইলো তাঁর কিছু কথা। যে কথা পরবর্তীতে আপনার চেনা অচেনা বা পরিবার পরিজনরা এই দুর্ঘটনায় পড়লে তাদের প্রাণে বাঁচাতে অনেকটা সাহায্য করবে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!