মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ৩৮ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ঘাটাল মহকুমার মুখ রাখল ঘাটাল শহরের বাসিন্দা আরিয়ান সাহা। আরিয়ানের বাড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জে হলেও সে মনোহরপুর নিউ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। আরিয়ান পর্যায় ক্রমে সার্কেল, মহকুমা এবং জেলা স্তর পেরিয়ে ১৮-১৯ ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে আয়োজিত পর্ষদের রাজ্যস্তরের খেলাতে যোগাসনে দ্বিতীয় স্থান দখল করেছে। এই সাফল্যে খুশি [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]আরিয়ানের বাবা সুজয় সাহা এবং মা তথা রত্নেশ্বরবাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শতাব্দী সাহা। তাঁরা বলেন, আমাদের ছেলে দারুণ পারফর্মেন্স করেছে। আগামী দিনে ওকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আরিয়ানের যোগাসনের প্রশিক্ষক তন্ময় মাইতি বলেন, আরিয়ান যোগাসনে বরাবরই ভালো। এবারের প্রতিযোগিতায় আরিয়ান যোগাসন প্রতিযোগিতায় উষ্ট্রাসন, ভু্মাসন, বৃক্ষাসন, হস্ত পদ্মাসন সহ পাঁচটি আসন করেছিল।
ঘাটাল মহকুমা একটি পুরস্কার পেলেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আরও ছ’টি পুরস্কার এসেছে। সাঁতরাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বৃষ্টি সিং ২০০মিটার দৌড়ে প্রথম হয়েছে। বৃষ্টি দীর্ঘ লম্ফনেও প্রথম হয়েছে। কাঁঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শুভজিৎ চক্রবর্তী ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে তৃতীয় হয়েছে। পাটনা বাহাদুরনগর জুনিয়ার বেসিকের পঞ্চম শ্রেণির ছাত্রী জ্যোষ্ঠী মান উচ্চ লম্ফনে তৃতীয় হয়েছে। বীরসিংপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মুসকান খাতুন যোগ ব্যায়ামে তৃতীয় হয়েছে।