এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতা

Published on: January 15, 2024 । 9:50 PM

রবীন্দ্র কর্মকার, ঘাটাল:  ইন্ডিয়ান আকাদেমি অফ সোতোকান ক্যারাটের আন্তঃজেলা প্রতিযোগিতা হল চন্দ্রকোণার বিদ্যাসাগর মঞ্চে। ১৩ জানুয়ারি ওই প্রতিযোগিতায় ঘাটাল, দাসপুর, চন্দ্রকোণা, ডেবরা, শালবনি, গড়বেতা, হুমগড় থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেয়। ঘাটালের যুবক তথা ওই ক্যারাটে সংস্থার মেদিনীপুর শাখার সম্পাদক সুরজিৎ ভৌমিক বলেন, কলকাতা থেকে কয়েকজন রেফারির উপস্থিতিতে ওই প্রতিযোগিতায় কাতা ও কুমি ইভেন্টে ২৩টি বিভাগের প্রত্যেক বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়ও চতুর্থ স্থানধিকারীদের পুরস্কৃত করা হয়। ক্যারাটে প্রতিযোগিতাটিকে ঘিরে সবার উৎসাহ ছিল চোখে পড়রা মত।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now