সুজয় সামন্ত(আরিট•দাসপুর-২): আজ ৮ এপ্রিল সকালে ঘাটাল শহরের রাণী অ্যাম্বুলেন্স কলকাতার বউবাজারে দুর্ঘটনার মুখে পড়ল। জানা গিয়েছে, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাসে ধাক্কা মারে। ফলে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা তিন জন জখম হয়েছেন। আহতদের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ঘাটাল মহকুমার। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘাটালের অ্যাম্বুলেন্স কলকাতায় দুর্ঘটনার মুখে, জখম ৩
Published on: April 8, 2021 । 7:56 AM





