এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আলু, ফুলকপি বাদামের পুরে সিঙাড়া রেসিপি: শিখে বাড়িতেই বানিয়ে ফেলুন

Published on: February 24, 2020 । 8:17 AM

•পুরের জন্য উপকরণ থাকছে, দুকাপ আলু, দুকাপ ফুলকপি, হাফ কাপ বাদাম,আদা পেষ্ট, হলুদ, নুন, ভাজা গুঁড়ো মশলা। এই উপকরণে পুর তৈরি হবে। ময়দার ডো তৈরি হবে দুকাপ ময়দা, তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে। লেচি কেটে রুটি তৈরি করে হাফ করে কেটে নিতে হবে। একটুখানি জল লাগিয়ে সিঙাড়ার পুর ভরতে হবে খোলে। তারপর ডুবো তেলে ডিপ ফ্রাই হবে সিঙাড়া। পারফেক্ট পুরো রেসিপি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad