সঙ্গীতা ঘোড়ই: নদীতে বিষ দিয়ে মাছ ধরা নিয়ে উদ্বিঘ্ন শ্রীবরা গ্রামবাসীরা। কংসাবতীর শাখানদী দূর্বাচটিতে খুকুরদহ থেকে শ্রীবরা পর্যন্ত সন্ধ্যের সময় কিছু জেলে নদীতে বিষ ঢেলে নৌকাই করে রাতারাতি মাছ ধরে নেয় বলে অভিযোগ গ্রামবাসীর। গত কয়েকবছর ধরেই পাশের গ্রামের জেলেরা বেআইনি ভাবে নদীতে বিষ দিয়ে মাছ ধরে চলেছে। যার ফলে মাছেদের বংশবৃদ্ধির হার কমে গেছে এবং জল দূষণ হচ্ছে। যার কারণে গ্রাম বাসীরা ওই নদীর জল ব্যবহার করতে পারছে না। স্থানীয় বাসিন্দারা জেলেদের নদীতে বিষ দিয়ে বেআইনিভাবে মাছ ধরার এই বিষয়টিকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এলাকাবাসীদের দাবী এইভাবে বিষ ঢেলে মাছ ধরা বন্ধ হোক। এবিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সহকারী মৎস্য অধিকর্তা পিয়াল সর্দার বলেন, বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। নদীর পাড়গুলিতে নজরদারিরও ব্যবস্থা করা হবে।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।










