করোনা: আজ পর্যন্ত জেলার সমস্ত আক্রান্তই দাসপুর থেকে

নিজস্ব সংবাদদাতা: আজ ৫ এপ্রিল জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে দাসপুর-১ ব্লকের এক মহিলার করোনা সংক্রমিত হয়েছেন। এনিয়ে দাসপুরে মোট তিন করোনাতে আক্রান্ত হলেন। আজ সন্ধ্যা পর্যন্ত জেলা যে কয়েক জন করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের প্রত্যেকের বাড়িই দাসপুর থানা এলাকায়।  দাসপুর থানা এলাকা ছাড়া জেলার আর কোথাও করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে জেলার সার্বিক চিত্রটা একবার দেখে নেওয়া যাক। জেলাতে মোট তিন জন করোনায় সংক্রমিত হয়েছেন। ওই তিনজনই আমাদের ঘাটাল মহকুমার। এপর্যন্ত জেলাতে মোট ৫২ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল। তার মধ্যে তিন জনের করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। আবার বলি, ওই তিনজনই দাসপুরের। এপর্যন্ত অন্যান্য রাজ্য থেকে এই জেলাতে ফিরে এসেছেন মোট ২৮ হাজার ১৫৮ জন। সারা জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৮ হাজার ৯০৮ জন, জেলায় মোট কোয়ারেন্টাইন খোলা হয়েছে ৭৮ টি। মেদিনীপুরে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে ১৭ জনকে। তাঁরা কিন্তু করোনা সংক্রমিত কিনা জানা যায়নি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।